আন্তর্জাতিক ডেস্ক: পেন্টাগন সৌদি আরবের কাছে ৩,০০০ স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে বোয়িং সংস্থার প্রধান ঠিকাদার। মঙ্গলবার পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, এটি সৌদি আরবের সাথে ২৯০ বিলিয়ন ডলারের চুক্তিতে পৌঁছেছে। খবর দ্য ডন

সৌদি আরব মধ্য প্রাচ্যের মার্কিন অস্ত্রের বৃহত্তম ক্রেতা। ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের শেষ দিনে এসে সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইয়েমেনের যুদ্ধ শেষ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন। কারন এ যুদ্ধে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।

পেন্টাগন জানিয়েছে, অস্ত্র প্যাকেজের মধ্যে ৩,০০০ জিবিইউ -৩৯ ছোট ব্যাসের বোমা আই (এসডিবিআই), কনটেইনার, সহায়তার সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহায়তা থাকবে। ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বহু সংখ্যক বেসামরিক লোকের হতাহতের ঘটনায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। এই বছরের শুরুর দিকে, তারা রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছিল।

খবরটি 623 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen