র‌্যামবো ত্রিপুরা, প্রতিনিধি, থানছি: বান্দরবানের সীমান্ত রক্ষা এবং সীমান্তে আরো নিরাপত্তা জোরদারের জন্য থান‌চি থেকে লিক‌রি সীমান্ত সড়‌কটি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সীমান্ত সড়‌কটি করার প্রধানমন্ত্রীর নির্দে‌শ রয়েছে। ‘আমরা আশা কর‌ছি এই সড়ক‌টির কাজ শেষ হলে পার্বত্য এলাকায় নিরাপত্তা নি‌শ্চিত হবে। আরো ইনভেস্টর আসবে, আরো লোকজন বি‌নিয়োগ করবে। বৃহস্প‌তিবার (১৫ অক্টোবর) সকালে থান‌চি থানার ৪ তলা ভবনের ফলক উম্মোচন করার সময় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বরেন।

এসময় তি‌নি আরো বলেন, ‘বান্দরবান খুব সুন্দর জায়গা। শুধু বান্দরবান নয়, খাগড়াছ‌ড়ি, রাঙ্গামা‌টি অনেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার, সবই সরকার করছে। এরপর অ‌তি‌থিরা থানা ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। পরে স্থানীয়দের সঙ্গে মত‌বি‌নিময় অনুষ্ঠানে যোগ দেন তি‌নি।

গণপূর্ত বিভা‌গ (পিড‌ব্লি‌উডি) ও স্থাপত্য অ‌ধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পু‌লিশের সার্বিক সহযো‌গিতায় ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে থান‌চি থানার ৪ তলা ভবন নির্মাণ কাজ চরমান রয়েছে।

খবরটি 728 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen