তথ্য প্রযুক্তি ডেস্ক: আমরা প্রায় অন্য কারো বাড়ি গিয়ে তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড জিজ্ঞাসা করি বা অন্যরাও আপনার বাড়িতে এসে সেটা করে থাকে। তবে এমন একটি পদ্ধতি আছে যার সাহায্য আপনি খুব সহজে অন্য কারো ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আর পাসওয়ার্ড লাগবে না। ফোনটা হতে হবে অ্যান্ড্রয়েড ফোন। ফোনের প্রসেসর আর র‍্যাম ভালো হলে ভালো। আপনার অ্যান্ড্রয়েড ফোনটা রুটেড হওয়া আবশ্যক। আর যেই ওয়াইফাই আপনি ব্যাবহার করতে চান তার স্পিডে ভাল হওয়া প্রয়োজন।

ডাব্লিউপিএস অ্যাপ দিয়ে আপনি যে কারো ফোনের ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তার জন্য প্রথমে ডাব্লিউপিএস অ্যাপটিকে ডাউনলোড করুন। অ্যাপে দেখতে পাবেন ডাব্লিউপিএস সিকিউরিটি দেয়া অনেকগুলো ওয়াইফাই অপশন দেখাচ্ছে। ডাব্লিউপিএস সাপোর্টেড বলে আপনাকে আলাদা করে আর পাসওয়ার্ড টাইপ করতে হবে না। শুধু কানেক্ট করুন যেকোনো একটার সঙ্গে। তারপর, আপনার যা ইচ্ছে খুশি ইন্টারনেট ব্যবহার করুন।

খবরটি 714 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen