বিনোদন  ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর চলচ্চিত্রের বিভিন্ন শাখায় রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এরইমধ্যে ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য এ বছরের জুরি বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের ১৩ সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।

এ জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জাহানারা পারভিন।

সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম (যুগ্মসচিব তথ্য মন্ত্রণালয়), নুজাত ইয়াসমিন (ব্যবস্থাপক, এফডিসি), মোহাম্মদ নিজামুল কবির (মহাপরিচালক ফিল্ম আর্কাইভ), হাবিবা রহমান (চেয়ারম্যান, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জসিম উদ্দিন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড), চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকার ও সঙ্গীত পরিচালক হাসান মতিউর রহমান, চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু ও চিত্রনায়ক রিয়াজ।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্র ও সেটার কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য এ জুরি বোর্ড কাজ করবেন।

 

খবরটি 776 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen