তথ্য প্রযুক্তি ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রুত অনলাইন সংবাদ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হবে। গত মার্চ মাসে অনলাইনগুলোর রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেটি স্থগিত ছিল। তবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে আমরা শিগগির রেজিস্ট্রেশন দেবো। আর যেগুলোর বিষয়ে নেতিবাচক প্রতিবেদন এসেছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা শনাক্ত ও চিকিৎসা বিষয়ে জেকেজি ও সাহেদের দুর্নীতি ও প্রতারণা সরকারই উদঘাটন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পত্রিকার রিপোর্ট বা অন্য কেউ অভিযোগের আঙুল তোলার পরে ব্যবস্থা নেয়নি, সরকার নিজেই এখানে অনিয়ম খতিয়ে দেখার প্রেক্ষিতে বিষয়গুলো উঠে এসেছে।

তিনি বলেন, জেকেজি প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান দুজনকে গ্রেফতার করা হয়েছে, সাহেদের দুটি হাসপাতাল সিলগালা করা হয়েছে, মামলা হয়েছে। সাহেদকে গ্রেফতার করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছে। এরপর নানাজনে নানা বক্তব্য দিচ্ছেন, বিএনপি মুখ খুলছে। কিন্তু এগুলো সরকার উদ্ঘাটন করেছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে সংশ্লিষ্ট করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা ছিল। এসএসসি পাস সাহেদ কিভাবে পত্রিকার ডিক্লারেশন পেয়েছে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পত্রিকার ডিক্লারেশন ডিসি অফিস থেকে নিতে হয় এবং ডিক্লারেশন পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোন বাধ্যবাধকতা নেই। সাহেদ পত্রিকার ডিক্লারেশন নিলেও সেই পত্রিকা বের করেছে কি না, সেটি ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) খতিয়ে দেখছে। এক্ষেত্রে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমি মনে করি, একজন প্রতারকের হাতে পত্রিকার ডিক্লারেশন থাকবে কিনা সেটি বিবেচনায় নেওয়া জরুরি।

খবরটি 512 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen