অর্থনীতি ডেস্ক: করোনার ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ গ্রহীতার আবেদন স্বল্পতম সময়ের মধ্যে যাচাই বাছাই করে মঞ্জুর ও বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে আবেদনকারীদের সহায়তা করার লক্ষ্যে প্রতিটি শাখায় একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক’ গঠনের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবেলায় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করণের লক্ষ্যে সরকার এ পর্যন্ত এক লাখ তিন হাজার ১১৭ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যার বেশির ভাগ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের প্যাকেজগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। তা ছাড়া প্যাকেজগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সম্পৃক্ত করা খুব জরুরি। এর ব্যত্যয় হলে প্যাকেজগুলোর কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন সম্ভব হবে না। এ কারণে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতার আবেদন স্বল্পতম সময়ের মধ্যে যাচাই বাছাই করে দ্রুত ঋণ মঞ্জুর ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রযোজ্য বিধি-বিধানের আলোকে ঋণ প্রদান সম্ভব না হলে সে ক্ষেত্রে স্বল্পতম সময়ের মধ্যে আবেদনকারীকে বিষয়টি জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবেদনকারীদের সহায়তা করার লক্ষ্যে প্রতিটি শাখায় আবশ্যিকভাবে একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক’ গঠন করতে হবে। পাশাপাশি সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে আর্থিক প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত তথ্যাদি প্রদর্শন করতে হবে। প্রণোদনা প্যাকেজগুলোর সার্বিক মনিটরিং কার্যক্রম ব্যাংকের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা যাতে অধিকতর উজ্জীবিত হয়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

খবরটি 699 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen